রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সড়কে ঝরল দুই নারীসহ ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল দুই নারীসহ ছয় প্রাণ

মাগুরার শালিখা উপজেলায় বাসচাপায় দুই নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া যশোরের চৌগাছায় করিমন উল্টে দুই চালক এবং গাজীপুরে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

মাগুরা : শালিখা উপজেলার শতখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শালিখা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত চারজনের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা চলছে। নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), একই এলাকার নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০) এবং মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ এলাকার বিশ্বনাথ কুণ্ডু। যশোর : চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে বিশারত আলী (৫০) ও হারুন অর রশীদ (৪২) নামের দুই চালক নিহত হয়েছেন। নিহত বিশারত চুয়াডাঙ্গার দর্শনা মডেল থানার এবং হারুন অর রশীদ চৌগাছার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় করিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক বিশারত আলীর মৃত্যু হয়। আশিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অন্যদিকে শুক্রবার ঝিনাইদহের আড়পাড়া ব্রিজ নিয়ন্ত্রণ করিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক হারুন গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক (৩০) নিহত হন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর