রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে মরছে গরু

দুশ্চিন্তায় দুই গ্রামের মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অজ্ঞাত রোগে কিছু দিন ধরে মারা যাচ্ছে গরু। জানা গেছে, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামে পাশের ৪ নম্বর কলোনিতে দুই মাসে ২০ কৃষকের অন্তত অর্ধশত গরু মারা গেছে। এর মধ্যে এক সপ্তাহে মারা গেছে ১৯টি গরু। এতে দুশ্চিন্তা ও আতঙ্কে দিন পার করছেন ওই দুই গ্রামের মানুষ। এ দুই গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, অজ্ঞাত ওই রোগে আক্রান্ত হওয়ার ৬-১০ ঘণ্টার মধ্যে গরু মারা যাচ্ছে। রোগ নির্ণয় না করতে পারার কারণে কোনো ধরনের চিকিৎসা কাজে আসছে না।

দুই দিনে দুটি গরু মারা যাওয়া কৃষক আবদুল জলিল বলেন, অনেক কষ্ট করে গরু লালনপালন করি। গরু বিক্রি করে মেয়ের বিয়ে দেব ভেবেছিলাম কিন্তু সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ওই চাষি জানান, প্রথমে গরুর শরীর গরম হয়ে যায়। এরপরে পেট ফুলে গিয়ে খাওয়া বন্ধ হয়ে যায়। এমন করে ৬-১০ ঘণ্টা পর মারা যায় গরু। ১ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেল আমার। আরও দুটি গরু আছে সেটা নিয়েও দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, আমরা সেই দুটি গ্রামে গিয়েছিলাম। এক সপ্তাহে কয়েকটি গরু মারা গেছে। প্রাথমিকভাবে আমাদের বাদলা ভাইরাস মনে হয়েছে। এ ছাড়া সীমান্তে লালনপালন হওয়ায় এটি ভারত থেকে আসা কোনো ভাইরাস হতে পারে। আমরা কিছু গরুর দেহে বাদলা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছি। নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রোগ শনাক্ত করে আমরা চিকিৎসা ও পরামর্শ দেব।

সর্বশেষ খবর