রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছুরিকাঘাতে দুই যুবক খুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কিশোরগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়া সংলগ্ন সড়কে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে শুক্রবার রাতে উপর্যুপরি ছুরিকাগাতে খুন হন লাল খা (২৫) নামে এক যুবক। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন ও আল-আমিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

এদিকে কিশোরগঞ্জে পূর্বশত্রুতার জেরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় গ্রামে। নিহত শরীফ (৩০) একই উপজেলার আউলিয়াপাড়ার শামসুল ইসলামের ছেলে। দ্বন্দের জের ধরে শরীফকে ছুরিকাঘাত করে শাহীন পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর