রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে হাইওয়ে পুলিশ। বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় গতকাল উচ্ছেদ শুরু করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল ইসলাম। এ সময় মহাসড়কের ওপর বাজারের আড়তদারদের পণ্য এবং পাশে পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কুমিল্লা রিজিয়নে মহাসড়কের ওপর ৫৩৯টি অস্থায়ী ও স্থায়ী অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩০টি অপসারণের কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কুমিল্লা রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক সমান গুরুত্ব দিয়ে টহল কার্যক্রম সাজানো হচ্ছে। রিজিয়ন পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, যারা মহাসড়ক দখল করে রেখেছে তাদের সাবধান করেছি। মহাসড়ককে সুশৃঙ্খল রাখাসহ ঈদযাত্রা নিরাপদ করতে আমরা প্রস্তুত।

সর্বশেষ খবর