মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

বাবা-ছেলেসহ আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বাবা-ছেলেসহ আট প্রাণহানি

নেত্রকোনায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত মোটরসাইকেল

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে বাবা-ছেলে, মেহেরপুরে দুই সাইকেল আরোহী, ঝিনাইদহে কলেজ শিক্ষক, নেত্রকোনায় যুবক, সিরাজগঞ্জে পথচারী ও পিরোজপুরে শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শংকর মালো (৪২) ও তার ছেলে অন্তর মালো (২০)। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর : চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের চাঁদবিল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসান আলী (২২), অন্যজন অজ্ঞাত। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ : হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা : কলমাকান্দায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জহিরুল ইসলাম (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁচগাঁও সীমান্ত সড়কের রাজাপুর মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার রংছাতি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ : রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকমুরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর : গতকাল বিকালে পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে জহিরুল ইসলাম রিফাত মুন্সি (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর