শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় জমেছে ঈদবাজার

‘গত বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জমেছে ঈদবাজার

চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। শপিং মল, বিপণিবিতান সবখানে ক্রেতার উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। ক্রেতা-বিক্রেতা উভয়েই বলছেন, গত বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি। চুয়াডাঙ্গা শহরের সমবায় নিউমার্কেট, আবদুল্লাহ সিটি, প্রিন্স প্লাজা ও বড় বাজার ঘুরে দেখা যায়, তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, মাঝবয়সী সবাই ছুটছেন বিভিন্ন পোশাকের মার্কেটে। উদ্দেশ্য নিজের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কেনা। অনেক ক্ষেত্রে বাদ সাধছে উচ্চমূল্য। ক্রেতাদের অভিযোগ, মার্কেটে মার্কেটে ঘুরে পছন্দের পোশাক মিললেও দরদামে বনছে না। পছন্দের কাপড় কিনতে হিমশিম খেতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বিক্রি ভালো হচ্ছে। তাদের দাবি, বর্ধিত ভ্যাট-ট্যাক্স আর ডলার সংকট দাম বাড়িয়েছে পোশাকের। কিছুটা কম লাভেই বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ খবর