শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

‘এ্যালা শাড়ি কোনা বেটিক দিবের পাম’

১০ টাকায় শাড়ি-লুঙ্গি পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

‘হামাক এমরা শাড়ি দিয়া ভালোই করচে। কেবল ১০ ট্যাকাত শাড়ি পায়া মোর বা অনেককোনা উপকার হইল। এ্যালা শাড়ি কোনা বেটিক দিবের পাম।’ কুড়িগ্রাম পৌর শহরের কলেজমোড়ে আউটার স্টেডিয়ামে বেসরকারি প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট (ফুল) দেড় শতাধিক নিম্নআয়ের মানুষকে গতকাল ঈদ উপলক্ষে ১০ টাকায় শাড়ি-লুঙ্গি ও দুই টাকায় ব্লাউস বিতরণ করে। নাজিরা মিয়াপাড়ার রাবেয়া বেগম নামমাত্র মূল্যে শাড়ি পেয়ে কথাগুলো বলছিলেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আলী আর রেজা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফি খান, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর নির্বাহী পরিচালক আবদুল কাদের প্রমুখ। রমজান ঘিরে যখন জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে অধিকাংশ লোক। বাড়ির লোকজনকে ঈদ উপহার দেওয়া নিয়েও দুশ্চিন্তায় নিম্নআয়ের মানুষ। তখন বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগ কিছু মানুষের মুখে হাসি ফুটিয়েছে। ফুল-এর নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান, ঈদে নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ চেষ্টা।

সর্বশেষ খবর