মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নকল সোনার বার দেখিয়ে নারীর সঙ্গে প্রতারণা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নকল সোনার বার দেখিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন- বগুড়ার শিবগঞ্জের রফিকুল ইসলাম (৫৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের সেরাজুল ইসলাম (৪০)। সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, গ্রেফতার দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা গ্রামের দুই নারী ঈদের কেনাকাটার জন্য সিএনজিচালিত অটোরিকশায় সিংড়া বাজারে যাচ্ছিলেন। জামতলী বাসস্ট্যান্ডে যাত্রীবেশে থাকা তিনজন ওই সিএনজিতে ওঠেন। তাদের মধ্যে একজন হাতে থাকা লাল কাগজে মোড়ানো  সোনালি রঙের একটি লোহার পাত এক নারীকে দেখান। বলেন, তার ছেলে বিদেশে থাকে সে সোনার বারটি পাঠিয়েছে। এটি দিয়ে আপনার অনেক গহনা হবে। আপনার শরীরের পুরনো গহনা আমাকে দিয়ে বারটি নিয়ে নিন। তার কথায় বিশ্বাস করে ওই নারী দুই কানে থাকা ৪ আনা ২ রতি ওজনের গহনা প্রতারককে দিয়ে সঙ্গে থাকা ৬০০ টাকাও দেন।

সর্বশেষ খবর