বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন ছুটি

লালমনিরহাট প্রতিনিধি

ঈদুল ফিতরের ছুটির সঙ্গে কয়েকটি ছুটি যুক্ত হয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ত্রি-দেশীয় এ বন্দরের বোর্ডে সোমবার রাতে ছুটির নোটিস টাঙিয়ে দেয় কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। নোটিসে ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটির উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস ধরে ছুটির নোটিস দেওয়া হয়েছে।

উভয় দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। ফলে শুক্রবার (৫ এপ্রিল) থেকে ১০ দিন বুড়িমারী বন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৫ এপ্রিল যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে। বুড়িমারী বন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই আহসান কবির পলাশ জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের ছুটি ঘিরে বাড়তি চাপ সামলাতে আমরা প্রস্তুত রয়েছি।

সর্বশেষ খবর