বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কারখানা থেকে বের হয়েই মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি কারখানায় কাজ করার সময় অসুস্থ হন হাসিনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও মেলেনি বলে অভিযোগ উঠেছে। ছুটির পর কারখানা থেকে বের হয়ে আরও অসুস্থ বোধ করেন তিনি। অন্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে মারা যান। ঘটনাটি ঘটে সোমবার বিকালে তালতলীর সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডে। হাসিনা পঞ্চগড়ের ভাসান আলীর মেয়ে। গাজীপুর সদর উপজেলার তালতলী এলাকায় কারখানার পাশেই ভাড়া বাসায় থাকতেন।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হয়নি। জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, এক নারী শ্রমিকদের মৃত্যু নিয়ে উত্তেজনা দেখা দিলেও উভয় পক্ষের মধ্যে আলোচনায় বিষয়টি মীমাংসা হয়ে গেছে। কেউ থানায় অভিযোগ দেয়নি।

জানা যায়, সুইং শাখায় কাজ করতেন হাসিনা। তিনি সোমবার সকালে কর্মস্থলে আসেন। দুপুরের দিকে অসুস্থ বোধ করলে ছুটি চেয়েও পাননি। বিকাল ৫টার দিকে কারখানা ছুটি হলে তিনি বের হওয়ার সময় আরও অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর