শিরোনাম
শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

প্লাইউড কারখানায় আগুন

বাগেরহাট প্রতিনিধি

প্লাইউড কারখানায় আগুন

বাগেরহাটের ফকিরহাটে প্লাইউড কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। নেভাতে গিয়ে হাসান (৩০) নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা কর্তৃপক্ষ বলছে, অধিকাংশ মেশিনারি পুড়ে যাওয়ায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সুমন জানান, ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকার এ কারখানায় কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ট ও সার্টারিং বোর্ড তৈরি হতো। কারখানাটি বুধবার রাত ১০টা পর্যন্ত চালু ছিল। সাহরির আগে ভিতরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশ মেশিনারি পুড়ে গেছে। উৎপাদিত পণ্য ও কাঁচামাল কী পরিমাণ পুড়েছে তা হিসাব না করে বলা যাচ্ছে না। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, তাদের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডাম্পিং ডাউনের (ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণ) কাজ চলছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর