শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দুমকীতে ডায়রিয়া

প্রচন্ড গরম, বিশুদ্ধ পানির অভাব

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকীতে ডায়রিয়া

পটুয়াখালীর দুমকীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশুদ্ধ পানির অভাব, প্রচ- গরম, রমজানে ইফতারিতে তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত নারী-পুরুষ ও শিশুসহ অন্তত: ৩৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সূত্র জানায়, ২৬ মার্চ থেকে ২ এপ্রিল এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত ২২ নারী, ১০ পুরুষ ও ছয় শিশুসহ ৩৮ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় অন্তত: ১০ জন ডায়রিয়া রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে ১১ জন হাসপাতালে ভর্তি আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, বিশুদ্ধ পানির অভাব, প্রচ  গরম, রমজানে ইফতারিতে তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে। এতে ভয়ের কিছু নেই। তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ওষুধপত্র মজুত আছে।

 

সর্বশেষ খবর