শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাড়তি লাভে পোশাক বিক্রি, জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাড়তি লাভে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় চারটি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এগুলো হলো- হৃদয় ফ্যাশন, আজিজ বস্ত্রালয়, স্টাইল ওয়ান ও ভাই ভাই ফুচকা হাউজ। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অতিরিক্ত মুনাফায় পোশাক বিক্রির প্রমাণ মেলায় হৃদয় ফ্যাশনের মালিককে ৫০ হাজার, আজিজ বস্ত্রালয়ের মালিককে ৫ হাজার, স্টাইল ওয়ানের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর