শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মুক্ত আকাশে ডানা মেলল আট শকুন

দিনাজপুর প্রতিনিধি

মুক্ত আকাশে ডানা মেলল আট শকুন

সুস্থ হয়ে মুক্ত আকাশে ডানা মেলল বিরল প্রজাতির আট শকুন। এসব শকুনের মধ্যে তিনটি শকুনকে স্যাটালাইট ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশে সাত জাতের শকুন রয়েছে। এর অধিকাংশ বিলুপ্ত প্রায় ও বিপন্ন। এ পাখিটি রক্ষা, বংশবৃদ্ধি ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে স্থাপন করা হয়েছে শকুন উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র। সামাজিক বন বিভাগ দিনাজপুর ও আইইউসিএনএর তত্ত্বাবধানে এ কেন্দ্রে দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে শকুন সংগ্রহ করে নিবিড় পরিচর্যায় রাখা হয়। অসুস্থ ও দুর্বল শকুনের চিকিৎসার মাধ্যমে সুস্থ করার পর আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। ২০১২ সালে উত্তরবঙ্গের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। কেন্দ্রটি চালুর পর থেকে এখানে প্রতি বছরে ১০-১৫টি শকুন উদ্ধার করে আনা হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে আটটিতে শকুন পরিচর্যা কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলার পর গতকাল আটটি শকুনকে প্রকৃতিতে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন।

 

 

সর্বশেষ খবর