শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শেষ সময়ে জমজমাট ঈদবাজার

নেয়ামত হোসেন, চাঁদপুর

শেষ সময়ে জমজমাট ঈদবাজার

চাঁদপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। জেলার বিভিন্ন বিপণিবিতানে বেড়েছে বিকিকিনি। ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর চেয়ে এবার পোশাকের দাম কিছুটা বেশি। বিক্রেতাদের দাবি, বেশি দামে কেনা তাই বাড়তি দরে বিক্রি করতে হয়।

কটনক্লাব বাই ইউনিকের স্বত্বাধিকারী সফিউল্যাহ হায়দার, ধরনী ফ্যাশনের হুমায়ুন মুন্সী ও ফাহিম ফ্যাশনের ইউসুফ বলেন, রমজানের শেষদিকে বিক্রি বেড়েছে। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন ছোটবড় বিপণিবিতানে। তাদের পছন্দের কথা মাথায় রেখে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এবার নারীদের সায়রা, নায়রা, গায়রা, আলিফ লায়লা এবং পুরুষের পাঞ্জাবির মধ্যে- সিকোয়েন্স, কন্ট্রাস্ট, এককালা, বাচ্ছাদের- মটকা, রাজশাহী সিল্ক অন্যতম। দাম একটু বেশি হলেও অন্য বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো। চাহিদা বেশি দেশি পোশাকের। ক্রেতা হোসনে আরা ও কানিজ ফাতেমা বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে এখন উপচে পড়া ভিড়। এর মধ্যে শহরের হাকিম প্লাজা, মীর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেট, পূরবী মার্কেট ও ফয়সাল শপিং কমপ্লেক্স অন্যতম। রমজানের শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও শেষে জমে উঠেছে ঈদের বেচাকেনা। চাঁদপুর সদর থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, জেলাবাসীকে সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে শহরের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুরো শহরে মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর