শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাঁকো পারাপারে চাঁদা আদায়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয়দের নির্মিত কাঠের সাঁকো পারাপারে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগসূত্রে জানা যায়, কলমাকান্দার রাধানগর, জিগাতলা, মানিকপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে ১৫-২০ জন মিলে কাউবাড়ি নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করেন। ১১৮ ফুট লম্বা ও সাড়ে পাঁচ ফুট প্রশস্ত এ সাঁকো নির্মাণে খরচ হয় ১ লাখ ৪৬ হাজার টাকা। নির্মাণের পর থেকে সাঁকো পারাপারে কিছু লোক চাঁদা আদায় শুরু করেন। এ ঘটনায় আদালতে মামলা হলে পুলিশ তদন্ত করে সেতুটি উন্মুক্ত করে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে যাতায়াতকারীদের কাছ থেকে আবার টাকা নেওয়া শুরু করেন অভিযুক্তরা। ইউএনও আসাদুজ্জামান বলেন, পুলিশ পাঠিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়েছে।

সর্বশেষ খবর