শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিএনপির কারাবরণকারী ১৭৯ নেতা-কর্মীকে সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা বিএনপি গতকাল সন্ধ্যায় দলের কারাবরণকারী ১৭৯ জন নেতা-কর্মীকে সংবর্ধনা দিয়েছে। একই সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করে। শহরের কলাবাগান এলাকায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মেদ মজুমদার। তিনি বলেন, এ দেশে এখন কেউ আর নিরাপদ নয়। ব্যাংক থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কোথাও নেই কোনো নিরাপত্তা। বিচার চলছে শুধু বিএনপি নেতা-কর্মীদের। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকার হঠানোর আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর