শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার রাস্তার কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অল্প সময়ে রাস্তা নষ্ট হয়ে যাবে বলে ধারণা করেছে এলাকাবাসী। পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫২ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোকানপাড়ার হামন ফকিরের বাড়ি থেকে মিয়াজ উদ্দিনের বাড়ি পর্যন্ত ৭১৫ মিটার রাস্তার কাজ চলছে। কালিয়াকৈর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসান জানান, ওই রাস্তার নিম্নমানের ইট ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার বলার পরেও তারা কোনো কর্ণপাত করেনি। পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, ওই রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর