শিরোনাম
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাস-কার সংঘর্ষে নিহত ৩

তিন জেলায় আরও পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বাস-কার সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় গতকাল বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন সিলেট, চট্টগ্রাম ও নাটোরে এক বৃদ্ধসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : বগুড়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। সকালে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ফাইন ম ল, বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন। তারা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। সিলেট : গতকাল ভোরে একটি প্রাইভেট কারযোগে তিনজন দরবস্তের উদ্দেশে যাচ্ছিল। উপজেলার দামড়ি ব্রিজের কাছে আসার পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোছাব্বির আহমদ (৪৫) মারা যান। আহত হন অপর দুই যাত্রী। এদিকে বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তালতলা এলাকায় পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী তাজ উদ্দিন নিহত হন। চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলায় কালিহাট এলাকায় ড্রাম্প ট্রাকের ধাক্কায় আবদুল নবী (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। দুপুরে এই দুর্ঘটনায় ঘটে। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলা এলাকায় লেগুনা চাপায় পারুল আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নাটোর : নলডাঙ্গায় অটোভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে জিয়াউর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন জামিল (৩০) নামে অটোভ্যান চালক। গতকাল সকালে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের নাটোর-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক মাইক্রোবাস চালক নুর মোহাম্মদকে (২৭) আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর