রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যশোরে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যশোরে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

যশোরের মনিরামপুরে উপজেলার বারপাড়া গ্রামে গতকাল বিকালে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিত (৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামিয়া ও সাবিত দুপুরে খেলতে বের হয়। একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এবং সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় মারা যায় তারা। নিহতরা হলো- ভোলাহাট উপজেলার আবদুল কাদেরের ছেলে জিহাদ (১২), সুবেদ মিস্ত্রির ছেলে মাসুম (১২) ও শিবগঞ্জের রানীহাটি কামার পাড়ার রূপকুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১)। তারা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামে চার শিশু। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে সকালে পাগলা নদীর শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় পিয়াঙ্কা।

সর্বশেষ খবর