রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বারুণী গঙ্গাস্নানে পুণ্যার্থীর ঢল

প্রতিদিন ডেস্ক

বারুণী গঙ্গাস্নানে পুণ্যার্থীর ঢল

উত্তরের জেলা নাটোর, পঞ্চগড় ও গাইবান্ধায় গতকাল অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী মেলা ও স্নানোৎসব। উৎসব ঘিরে ঢল নামে ভক্ত-পুণ্যার্থীর। প্রতিবছর ফাল্গুন মাসের শেষে ও চৈত্রের প্রথম কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। প্রতিনিধিদের পাঠানো খবর- নাটোর : হাজার হাজার পুণ্যার্থী পাপমুক্ত হয়ে পুণ্য লাভের আশায় গতকাল ভোর থেকে বাকশোর ঘাটে ভিড় করতে থাকেন। অন্য যে কোনো স্নানের চেয়ে এই স্নানে হাজার গুণ পুণ্য বলে বিশ্বাস করেন তারা। দিনটি ঘিরে বাকশোর ঘাট এলাকায় বসে রকমারি পণ্যের মেলা। দূর-দূরান্ত থেকে এসে জড়ো হন সাধু সন্ন্যাসীরা। মেলার আয়োজক অমল কুমার শীল ও অন্যরা জানান, বছরের এই সময় প্রতিবারই এ অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। এখানে বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা সমবেত হন। পঞ্চগড় : নিজেকে পাপমুক্ত করা ও পুণ্যতার আশায় সূর্যোদয়ের পর থেকে বোদা উপজেলার বোয়ালমারী করতোয়া নদীতে ওই উৎসব শুরু হয়। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বারুণী মেলা। মেলায় নাগরদোলা, মোটরসাইকেল খেলাসহ বিভিন্ন বিনোদনেরও আয়োজন রয়েছে। উৎসব শেষ হবে মঙ্গলবার। স্থানীয় কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান আবদুল মমিন জানান, পুণ্যস্নান ঘিরে শুরু হয়েছে উৎসব। হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও আসেন এই মেলায়। সাম্প্রদায়িক সম্পৃতি আছে এখানে। গঙ্গামন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মণ জানান, প্রতি বছর এই স্নান উৎসবে লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী মানুষ আসেন। পুজোর পাশাপাশি মেলাও আয়োজন করা হয়। গাইবান্ধা : শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে বারুনীর মেলা বসেছিল গতকাল। এ ছাড়া ঘাঘট নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। পুণ্যার্থীরা নদীতে স্নান সেরে পূজা-অর্চনা করেন। এ মেলা উপলক্ষে নদীর পাড়ে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্লাস্টিকের সামগ্রী, খাদ্যসামগ্রীর দোকান বসে।

সর্বশেষ খবর