রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাগানে নারীর গলা কাটা লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি দরগার চালা পাঁচপীর মাজার এলাকায় আমবাগান থেকে গতকাল সকালে তাসলিমা খাতুন (৪৩) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার কোনাপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকালে পাঁচ পীর মাজার এলাকায় ওই নারীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের পাশে একটি চাকু পাওয়া গেছে। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তদন্ত করে দেখা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর