শিরোনাম
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খাদ্য সহায়তা স্লিপ বিক্রি!

বাগেরহাট প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে মোংলা বন্দরের ৩১৫০ জন শ্রমিকের খাদ্য সহায়তার স্লিপ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বন্দর শ্রমিক সর্দার ও পৌর কৃষক লীগ সভাপতি আসলাম হোসেন প্রকৃত শ্রমিকের হাতে স্লিপ না দিয়ে দলের অনুসারীদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করছেন- অভিযোগ উঠেছে। আসলাম হোসেন শ্রমিকদের স্লিপ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাকে হেয় করতে এমন অভিযোগ করা হচ্ছে। মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু বলেন, আসলাম হোসেন যতবড় নেতা হোক, শ্রমিকদের খাদ্যের স্লিপ নিয়ে নয়ছয় বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর