সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সড়কে ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয়জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে যুবক, বগুড়ায় কাভার্ড ভ্যানের হেলপার, টাঙ্গাইলে বৃদ্ধ, নরসিংদীতে কিশোর এবং লক্ষ্মীপুর ও ঢাকার ধামরাইয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-

চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলায় সিএনজি অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় ভুজপুর কাজিরহাট বাজারের ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। বগুড়া : শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দিলে বিপ্লব হোসেন (২৭) নামে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। টাঙ্গাইল : ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিউর রহমান ওরফে বাবলু ডাক্তার (৭০)। রবিবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর : রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হারুনুর রশিদ হারুন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।   হারুন রামগঞ্জ পৌরসভার কলচমা লোকার সওদাগর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছেলে। ধামরাই : ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি  পুলিশ।  নরসিংদী : শিবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে মীম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহত মীম পলাশ উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে।

সর্বশেষ খবর