সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মধ্যরাত পর্যন্ত বিকিকিনি

ঈদবাজার

হবিগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধি

মধ্যরাত পর্যন্ত বিকিকিনি

শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে হবিগঞ্জের ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিকিকিনি চলছে বিভিন্ন মার্কেট ও শপিংমলে। শহরের প্রতিটি বিপণীকেন্দ্র এখন ক্রেতাদের পদচারণে মুখর। ব্যবসায়ীরাও ক্রেতা আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাকে সাজিয়েছেন দোকান। বেচাকেনাও হচ্ছে বেশ। তবে দাম নিয়ে সন্তুষ্ট হতে পাড়ছেন না ক্রেতারা। তারা বলছেন, গতবারের চেয়ে দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, ভালো জামা-কাপড়ের দাম তো কিছুটা বেশি থাকবেই। সরেজমিন শহরের ঘাটিয়া বাজার এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি মার্কেটের ভিতরে পা ফেলার ঠাঁই নেই। একের পর এক জামা-কাপড় দোখাতে দেখাতে হাঁফিয়ে উঠছেন বিক্রেতারা। শুধু ঘাটিয়া বাজার এলাকাই নয়, এমন চিত্র এখন শহরের বিভিন্ন স্পটে। শহরের বাণিজ্যিক এলাকা, তিনকোনা পুকুরপাড়, চৌধুরী বাজারসহ প্রতিটি স্পটেই বিক্রি হচ্ছে ধুমধাম। এদিকে দিন যত ঘনিয়ে আসছে নেত্রকোনায় ঈদের কেনাকাটায় তত ব্যস্ততা বাড়ছে। পা ফেলার জায়গা নেই জেলা শহরের মার্কেটগুলোতে। ঈদের পরপরই পহেলা বৈশাখ থাকায় এবার বেচাবিক্রি বেশি জানান ব্যবসায়ীরা। সকাল থেকে বিভিন্ন বিপণিবিতানে ক্রেতার ভিড় শুরু হয়। বিকিকিনি চলে মধ্যরাত পর্যন্ত।

সর্বশেষ খবর