শিরোনাম
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বঙ্গবন্ধু সেতু

২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৭ লাখ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি

নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৩ হাজার ২১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৮৬৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর