মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খালি কলস নিয়ে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে খালি কলস নিয়ে বিক্ষোভ করেছে শহরের মসজিদপাড়া মহল্লাবাসী। গতকাল দুপুরে কলস, বোতল, জারকিন নিয়ে শতাধিক নারী-পুরুষ মিছিলসহকারে পৌরসভার সামনে জড়ো হয়। তারা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরে।

কর্তৃপক্ষ নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়। এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন ধরে তারা পৌরসভার সরবরাহ করা পানি প্রায়ই পাচ্ছে না। বিষয়টি পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম তোলা যচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, কয়েকদিন থেকে লোডশেডিংয়ের কারণে গভীর নলকূপগুলো চালাতে ব্যাঘাত ঘটছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর