শিরোনাম
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হিমাগারে পাওয়া গেল তিন লাখ ডিম

৭৬ হাজারই পচা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হিমাগারে পাওয়া গেল তিন লাখ ডিম

রংপুর হিমাগার থেকে উদ্ধার করা ডিম -বাংলাদেশ প্রতিদিন

রংপুরের একটি হিমাগারে পাওয়া গেছে ৩ লাখ পিস ডিম এবং ১১ হাজার কেজি চালতার আচার। গতকাল সন্ধ্যায় নগরীর হরি কল্যাণী এলাকার সবুজ বাংলা হিমাগারে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমাগারে অবৈধভাবে ডিম ও চালতার আচার সংরক্ষণ করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ৩ লাখ পিস ডিম ও এ ছাড়া ১১ হাজার কেজি চালতার আচার উদ্ধার করা হয়। এর মধ্যে ৭৬ হাজার ডিম পচা (নষ্ট) ছিল। এ সময় ডিম সংরক্ষণের জন্য হিমাগার মালিককে ২৫ হাজার টাকা এবং আচার সংরক্ষণের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব ডিম বেকারিতে সরবরাহের জন্য রাখা হয়েছিল। নিম্নমানের চালতার আচারও বেকারির জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম ও সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান।

সর্বশেষ খবর