বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জনপ্রিয় হচ্ছে ব্লক ইট

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

জনপ্রিয় হচ্ছে ব্লক ইট

ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে ব্লক ইট। জেলার শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলায় গড়ে উঠেছে পরিবেশবান্ধব বেশ কয়েকটি ব্লক ইট কারখানা। দিন দিন জেলায় বাড়ছে এই ইটের ব্যবহার। যা সাধারণ ইটের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো দেখতে সুন্দর, টেকসই ও পরিবেশবান্ধব। মাটি নষ্ট না করে, আগুনে না পুড়িয়ে, বালু, পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ব্লক। শ্রমিকরা কারখানার পাশে স্তূপ করা পাথর, সিমেন্ট, সিলেকশন সেন্ড ট্রলিতে এনে হপারে (মেশিনের একটি অংশ) ঢেলে দেন। পরে মিক্সার মেশিনে অন্যান্য উপকরণ মিশিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের সাহায্যে তৈরি করা হয় এ ব্লক। মাত্র কয়েক মিনিটের মধ্যে মেশিন থেকে বেরিয়ে আসছে সারি সারি ব্লক। এ ইউনি ব্লক (রাস্তার জন্য) ও ব্লক ইট (বাড়ি তৈরির জন্য) কিনতে কারখানায় দূরদূরান্ত থেকে আসছেন অনেকেই। সরকারের অনুমোদন নিয়ে এসব প্রতিষ্ঠান চালু করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আরএস কংক্রিট ব্লক স্বত্বাধিকারী সবুজ আলম সুজা বলেন, ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন, ভালোই সাড়া পাচ্ছি। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, সরকার ব্লক ইট তৈরিতে উৎসাহ দিচ্ছে। এটা পরিবেশবান্ধব, অল্প জমিতে করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর