শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাংবাদিক পেটানোর মামলায় আসামি ৫

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মানিক হোসেনকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল দুপুরে ভুক্তভোগী সাংবাদিকের বাবা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় এ মামলা করেন। এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। আসামিরা হলেন- উপজেলার চকলক্ষ্মীকোল এলাকার মো. রাজিব (২৭), পুঁইবিল এলাকার মো. বায়োজিদ (২৫), মো. মাহাতাব (২৭), কৈডাঙ্গা নতুনপাড়ার আবুল বাশার (৪০), মো. বাবুসহ (৩০) অজ্ঞাত আরও দু-তিনজন। মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, এখনো কেউ গ্রেফতার না হলেও আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

এর আগে গত মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া উপজেলার পুঁইবিল এলাকায় একা পেয়ে সাংবাদিক মানিক হোসেনকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা। মানিক দৈনিক খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন। এ-সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ ও তথ্য সাংবাদিক মানিকের কাছে আসে। তিনি এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে ভেজাল দুধ তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী দিয়ে মারধর করান। জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সর্বশেষ খবর