শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাংলা উৎসব শুরু

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

বাংলা উৎসব শুরু

বাংলা ভাষার শুদ্ধ ও যথাযথ চর্চা এবং সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজবাড়ী একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। গতকাল রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। জানা গেছে, এ উৎসবে আবৃত্তি, নৃত্য, পুথিপাঠ, বিতর্ক, চিত্রাঙ্কন, কুইজ, শব্দ তৈরি, দেয়াল পত্রিকা, এক কথায় প্রকাশ, আবৃত্তি, বর্ণপরিচয়সহ ৫০টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতা রাখা হয়েছে। বাংলা উৎসবে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দেখা যায়, কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থী উপস্থিত হয়েছেন। বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধশত দেয়াল পত্রিকা, রাজবাড়ীর গুণীজনদের ছবি রাখা হয়েছে। কয়েকশত শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উৎসবে যোগ দেওয়া শিক্ষার্থীরা জানান, আমাদের কাছে এটা ঈদের উৎসবের মতো। চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তিসহ অনেক আয়োজন থাকে। সবার সঙ্গে বাংলা ভাষা-শিক্ষা নিয়ে আলোচনা, গুণী মানুষের বক্তব্য শোনা যায়। শিক্ষার্থীদের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ। রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমরা নবম বারের মতো এ আয়োজন করছি। ড. আতিউর রহমান বলেন, এমন আয়োজন সারা দেশে করতে পারলে বাংলা ভাষা ও সাহিত্য শক্তিশালী হবে। দ্বিতীয় দিনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, তৃতীয় দিনে  জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তীর উপস্থিত থাকার কথা রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর