শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জ্যান্ত কই গলায় ঢুকে কৃষকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে মিয়া চান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মিয়া চান মৃত তারব আলীর ছেলে। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে বুধবার শিলাসহ প্রচন্ড ঝড়বৃষ্টি হয়। ঝড়ের মধ্যে বাড়ির পাশে নালায় ও কৃষিজমিতে কই মাছ লাফালাফি করছিল। রাত ৮টার দিকে সেখানে হাত দিয়ে কই মাছ ধরতে যান মিয়া চান। একটি কই তিনি ধরতে সক্ষম হন। তবে কোনো পাত্র সঙ্গে না থাকায় মাছটি মুখে কামড়ে আটকে রাখেন। পরে আরও মাছ ধরার চেষ্টা করছিলেন। এর মধ্যে মাছটি তার মুখের ভিতর ঢুকে গলায় আটকে যায়। আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে মিয়া চানকে হাসপাতালে নিয়ে যান।  অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

সর্বশেষ খবর