শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তরুণী ধর্ষণ, অভিযুক্ত আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ইনানী লাভেলা রিসোর্টে গ্রুপ ট্যুরে আসা এক পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নিজাম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পরে উখিয়া থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নিজামের বাড়ি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সৌরভ হোসেন জানান, নিজামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর