শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দুই সাংবাদিকসহ ১২ জনের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপত্তিকর ভিডিও ভাইরালের খবর প্রকাশের জের

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরালের খবর প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ১২ জনের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বরগুনা জেলা ছাত্রলীগ কর্তৃক বিলুপ্ত কমিটির তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলার আসামি দুই সাংবাদিক হলেন- দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাঈম ইসলাম এবং মানবকণ্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেস ক্লাব সভাপতি শাহাদাৎ হোসেন। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ তদন্ত করে তালতলী থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিবাদীদের বিরুদ্ধে খবর প্রকাশ ও তা সামাজিক মাধ্যমে প্রচার করে বাদীর সুনাম নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। আসামি নাঈম ইসলাম বলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ মামলার সাক্ষীদের ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়।

সর্বশেষ খবর