শিরোনাম
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত তিন মোটরসাইকেল আরোহী

পাঁচ জেলায় আরও ছয় মৃত্যু

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত তিন মোটরসাইকেল আরোহী

রাজশাহীর পবায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুর, চট্টগ্রাম, বরিশাল, নেত্রকোনা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাজশাহী : পবা উপজেলার মুরারীপুরে গতকাল বিকালে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নতুন কশবা এলাকার আসিফ ইকবাল (১৯), সুত্রাবন এলাকার সুইট (৩১) ও লালমনিরহাট সদরের তাজুল ইসলাম (২৫)। ফরিদপুর : সদর উপজেলার সমেশপুর এলাকায় বৃহস্পতিবার বিকালে মাইক্রোবাস ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন ইমদাদ শেখ ও ছিদ্দিক মাতুব্বর। চট্টগ্রাম : বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে পিকআপচাপায় তানভির জামান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার মীরবাড়ির বদিউজ্জামানের ছেলে। বরিশাল : উজিরপুরের সানুহার এলাকায় গতকাল সকালে বাসচাপায় গোলম কিবরিয়া (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত দুজনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা : মদন-খালিয়াজুরী সড়কে উচিতপুরে দুপুরে ইজিবাইকচাপায় নিহত হয়েছেন আলী মিয়া (৬১) নামের এক ব্যবসায়ী। নিহত আলী মিয়া কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। বাগেরহাট : কচুয়া উপজেলায় বাসচাপায় গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কায় দেয়। এতে পিকআপের যাত্রীসহ ১০ পোশাককর্মী আহত হন। গতকাল ভোরে সিংগুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর