শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুলতান মেলায় ঘৌড়দৌড়

নড়াইল প্রতিনিধি

সুলতান মেলায় ঘৌড়দৌড়

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত ‘সুলতান মেলার’ পঞ্চম দিনে গতকাল বিকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ দিনব্যাপী এ মেলা হচ্ছে। ভিক্টোরিয়া কলেজমাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। জেলা প্রশাসক মোহাম্মদ ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাসানুজ্জামান, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচ- গরম উপেক্ষা করে লোকজ সংস্কৃতির অন্যতম এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নড়াইলসহ আশপাশের জেলা থেকেও নানা বয়সী মানুষ জড়ো হন। প্রতিযোগিতায়  বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশ নেয়।

সর্বশেষ খবর