শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে তার মৃত্যু হয়। নিহত মতিউর রহমান বাদশা (৬২) মসুয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের বাসিন্দা। নিহতের চাচাত ভাই জসিম উদ্দিন জানান, জমি নিয়ে মতিউর রহমান বাদশার সঙ্গে চাচাত ভাতিজা ইসমাঈলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মতিউর রহমান তার ছেলের নতুন বাড়িতে গেলে ভাতিজাসহ বাড়ির লোকজন তার ওপর হামলা চালায়। তারা টেঁটা-বল্লম দিয়ে তার বুকে আঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  গতকাল সকালে তার মৃত্যু হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর