শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিল দখল নিয়ে সংঘর্ষ গুলি

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে বিল দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ ও তার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণে শাহেদ আহমেদ নামে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন আরও তিনজন গ্রামবাসী। উপজেলার বোয়ালিয়া এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। আহত গ্রামবাসীরা হলেন মিজানুর রহমান, মিনহাজ মির ও আক্তারুল ইসলাম। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী শাহেদ আহমেদের  বাড়ি কুষ্টিয়া শহরতলীতে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, বিল ইজারাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। গুলির বিষয়ে শুনেছি তবে কারা করেছে তা নিশ্চিত হতে পারেনি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, বিলটি অবৈধভাবে দখল করে রেখেছিল এলাকার আবদুল মতিনের লোকজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর