শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভাঙা সড়কে জনদুর্ভোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ভাঙা সড়কে জনদুর্ভোগ

কুমিল্লার মেঘনা উপজেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম মানিকাচর-ভাটেরচর সড়ক। এই সড়কের প্রায় ১০ কিলোমিটারের পিচ, সুরকি ও ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেড়েছে জনদুর্ভোগ। বৃষ্টি হলে গর্তে পানি জমে ভোগান্তি আরও বাড়ে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ছাড়াও দেখা দেয় যানজট। স্থানীয় মানিকাচর গ্রামের সিএনজিচালক আরিফ বলেন, মানিকাচর-ভাটেরচর রাস্তায় অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। ভাওরখোলা গ্রামের অটোচালক সাহাবুদ্দিন বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে গাড়ির নাটবল্টু পর্যন্ত খুলে যায়। মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, রাস্তার প্রাক্কলন তৈরি করা হয়েছে। টেন্ডারের অপেক্ষায় আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর