শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কালীগঞ্জে শসার কেজি ২ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে শসার বাজারে ধস নেমেছে। চলতি মৌসুমে ফলন ভালো হলেও হঠাৎ দাম কমায় হতাশ চাষিরা। যে শসা কিছু দিন আগেও পাইকাররা খেত থেকে ৪০-৫০ টাকা কেজি দরে কিনেছেন এখন তা ২ টাকা কেজিতে কিনতে রাজি হচ্ছেন না কেউ।

কয়েকটি সবজি বাজার গতকাল ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে শসার সরবরাহ রয়েছে। চাহিদা কম থাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ টাকা দরে। উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের চাষি মকবুল হোসেন জানান, এ বছর তিনি এক একর জমিতে শসা আবাদ করেছেন। খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এখন যে দাম, তাতে শ্রমিকের মজুরি খরচই উঠছে না। শসার পাইকারি ক্রেতা আবদুস সালাম বলেন, ৮০ টাকায় ১ মণ শসা পাওয়া যাচ্ছে। দুহুলী বাজারের কৃষক মোস্তফা কামাল বলেন, রমজান মাসে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। এখন শসার সরবরাহ অনেক বেশি, দাম পাচ্ছি না।

কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, হঠাৎ সরবরাহ বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আশা করছি, খুব শিগগিরই শসার ভালো দাম পাবেন চাষির।

সর্বশেষ খবর