রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পদযাত্রায় ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

নওগাঁ প্রতিনিধি

পদযাত্রায় ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

প্রথমবারের মতো তুলে ধরা হলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁ হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের দুর্ভোগ-দুর্দশার চিত্র। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এমন ব্যতিক্রমী আয়োজন করে। শরণার্থী বেশে গতকাল সকালে শহরের তাজের মোড় থেকে প্রতীকী পদযাত্রা নিয়ে বের হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা একাত্তরের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। একুশে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ও আশপাশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে বের করে সংরক্ষণ করা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে স্বীকৃতি প্রদানে সহযোগিতা, গণকবরের সন্ধান করাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। পরিষদের নওগাঁর সভাপতি অ্যাড. ডি এম আবদুল বারী ও সাধারণ সম্পাদক এম এম রাসেল বলেন, হানাদার বাহিনী ও তাদের দোসরদের অত্যাচার, নিপীড়ন থেকে বাঁচতে হেঁটে নওগাঁর রোড হয়ে হাজার হাজার শরণার্থী বালুরঘাটে আশ্রয় নেন।

সর্বশেষ খবর