রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয়

বিজিবি-বিএসএফ বৈঠক

নওগাঁ প্রতিনিধি

ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠক শেষে দুই দেশের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হওয়ায় সীমান্তবর্তী খয়েরবাড়ী গ্রাম সেজেছিল অপরূপ। দুই বাহিনীর অধিনায়কগণ দেশের পক্ষে নেতৃত্ব দেন। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নওগাঁ-১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, শনিবার সকাল ১০টার দিকে সীমান্তঘেঁষা খয়েরবাড়ী গ্রামের পূর্ব মাঠে বাংলাদেশ অভ্যন্তরে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আলোকিত গ্রাম, আলোকিত মানুষ, আলোকিত সীমান্ত।’ আলোকিত সীমান্ত বিনির্মাণ, একসঙ্গে আলোর পথে, নিরাপদ সীমান্ত, অনুপ্রবেশ বন্ধ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ দুই বাহিনীর মধ্যে সমন্বয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার নিয়ে হয় এ বৈঠক। বিজিবি দলের নেতৃত্ব দেন ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ১৩৭ পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শুকভীর ধাংগার।

সর্বশেষ খবর