রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বঙ্গবন্ধুকন্যা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, অসুস্থ মানুষের ভরসার স্থল চিকিৎসক। শুধু চিকিৎসা করলেই চলবে না, চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে। বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে সম্পন্ন করতে পারেননি। তাঁর অবর্তমানে মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি হিসেবে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেন তা বাস্তবে রূপ দেন। তার প্রমাণ আজ বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। মানুষ শান্তিতে আছে। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর