রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
শরীয়তপুর পার্ক

আনন্দে মাতোয়ারা শিশুরা

শরীয়তপুর প্রতিনিধি

আনন্দে মাতোয়ারা শিশুরা

শরীয়তপুর পার্কে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে আনন্দে মাতোয়ারা শিশুরা। দীর্ঘদিন এ জেলায় বিনোদন স্পট না থাকায় বঞ্চিত ছিল তারা। জেলা প্রশাসন সম্প্রতি ‘শরীয়তপুর পার্ক’ উদ্বোধন করে। এখানে বিকাল থেকে রাত পর্যন্ত অভিভাবকের হাত ধরে শিশুরা ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর হাসপাতালের উল্টোপাশে এক একর জমির ওপর নির্মাণাধীন পার্কটির কাজ এখনো শেষ হয়নি। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে এটি খুলে দেওয়া হয়েছে শিশুদের জন্য। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা আর সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে শরীয়তপুর পার্ক। দূর-দূরান্ত থেকে শত শত শিশু ভিড় করে এখানে। মানবাধিকার সংস্থার শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, শত শত শিশুর কোলাহলে মুখর থাকে পার্কটি। এখনো অনেক কাজ বাকি রয়েছে। অচিরেই পার্কটি পূর্ণতা পাবে আশা করি। পার্কের সার্বিক তত্ত্বাবধানে থাকা শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনউদ্দিন বলেন, খুব কম সময়ে পার্কটি এ অবস্থায় পৌঁছেছে। আমরা দিনরাত পরিশ্রম করেছি যাতে এ ঈদে শিশুদের জন্য খুলে দেওয়া হয়। আমাদের পরিশ্রম সফল হয়েছে।

সর্বশেষ খবর