রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাত জেলায় সড়কে ১০ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে ১০ প্রাণহানি

কুমিল্লায় দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বাস -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নাটোর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম : রাত ৮টার দিকে মহাসড়কের খরনায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হন। তারা হলেন চন্দনাইশের আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজারের নুরুল আলিম (২৭)। এর আগে বিকালে মনসা বাদামতলায় মিনিবাস মহাসড়কের পাশে উল্টে হেলপার রফিক (২৩) মারা যান। এছাড়া নগরীর কাঠগড় এলাকায় গতকাল দুপুরে লরির ধাক্কায় দেড় বছরের শিশু তাছলিমা হাসান তায়েবা মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল দুপুরে নাসিরনগরে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে সুলতান (২৩) নামে এক যাত্রী নিহত হন। একই উপজেলার ভূইশ্বর চান্দেরহাটি এলাকায় ট্রাক্টরচাপায় পিষ্ট হয়ে মিস্টার মিয়া (১৩) নামে কিশোর নিহত হন।

মুন্সীগঞ্জ : লৌহজংয়ের শিমুলিয়া মোড়ে দুপুরে চালক বাবাকে আদর করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে শান্তা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা : চান্দিনায় যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় প্রাণ গেল অলিউল্লাহ নামে বাস সুপারভাইজারের। নাটোর : শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে ট্রাকচাপায় সোহাগ মোল্লা (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জয়পুরহাট : পাঁচবিবি উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে মাহবুব হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বান্দরবান : যাত্রীবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১২ পর্যটক আহত হন।

সর্বশেষ খবর