রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশনে গতকাল পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী ও নেত্রকোনায় মারা গেছে আরও দুই শিশু। ভোলা : দুপুরে উপজেলার ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই গ্রামের রাসেল মিয়ার ছেলে বায়েজিদ (৬) ও মেয়ে মারিয়া (৪)। নিহতদের মামা ফয়েজ উল্লাহ জানান, বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখতে পান মারিয়ার জুতা পানিতে ভাসছে। পরে তাদের মা পানিতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার পায়ের ধাক্কায় বায়েজিদের লাশ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পরই ভেসে ওঠে মারিয়ার লাশ। পটুয়াখালী : দুপুরে রাফি (১৩) বন্ধুদের সঙ্গে লোহালিয়া নদীতে গোসলে যায়। তীব্র স্রোতে সে ডুবে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা   তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাফি পটুয়াখালী শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে। নেত্রকোনা : মায়ের সঙ্গে খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে কাপড় ধুতে গিয়ে পানিতে ডুবে তুষার নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার বাঘাটিয়া গ্রামের সুজিত সরকারের ছেলে।

সর্বশেষ খবর