রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শরণখোলায় ছেলের হাতে বাবা খুন

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলায় ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোন্তাকাটা গ্রামে নিজ বাড়ির সামনে শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মেহাম্মাদ আলী। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে রফিকুল ও মোস্তাফিজ পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, প্রথম স্ত্রী বার্ধক্যজনিত কারণে অক্ষম বলে গত মঙ্গলবার তিনি ছেলেদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। এরপর থেকে মেজো ছেলে রফিকুল বাবার সঙ্গে বিবাদে জড়ান। শুক্রবার রাতে মেহাম্মাদ আলীকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর