রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

উপজেলা নির্বাচনে প্রার্থীকে শোকজ

নাটোর প্রতিনিধি

সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) রিয়াজুল ইসলাম মাসুমকে শোকজ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা      আবদুুল লতিফ শেখ স্বাক্ষরিত চিঠিতে শোকজ নোটিস পাঠানো হয়।

এতে বলা হয়, আপনি (রিয়াজুল ইসলাম) উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতীক বরাদ্দের আগে ভোট প্রার্থনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা ২১ এপ্রিল জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদানের অনুরোধ করা হলো।

সর্বশেষ খবর