রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর তিন মাস নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। ২৫ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি জেলা ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া। ২৪ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, রাঙামাটি কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের অন্যতম স্থান। এ হ্রদে প্রতি বছর প্রাকৃতিক প্রজননকৃত মাছের ৩১ ভাগ কাতাল, ১২ ভাগ রুই, ৭ ভাগ মৃগেল ও ৫১ ভাগ কালিবাউশের প্রজনন হয়। যা দেশের সামগ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে প্রতি বছর তিন মাস হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময়ে হ্রদে ৫০ মেট্রিক টন কার্প জাতীয় অবমুক্ত করা হবে।

সর্বশেষ খবর