রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
হাসিল তোলা নিয়ে উত্তেজনা

১৪৪ ধারা জারি জাউয়াবাজারে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাসিল তোলা নিয়ে ইজারাদার ও ইজারাবঞ্চিতদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শনিবার (গতকাল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাজারে সব ধরনের জমায়েত ও অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না।

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাউয়া বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার ও বাজারের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাজার এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিকসংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা এবং সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। ছাতক থানার ওসি শাহ আলম জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় জাউয়াবাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর